ইজতেমায় ইয়ামেনিসহ ৪ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের আরেকজন শনিবার মারা গেছেন। তার নাম আহমেদ আবদুল্লাহ হারুন। তিনি ইয়ামেনের নাগরিক। তার বাবা আহমেদ আবদুল্লাহ রুকু। সকাল আটটার দিকে বুকে ব্যাথা অনুভব করার কিছুক্ষন পর মারা যান বলে স্থানীয় সিভিল সার্জন জানিয়েছেন। এ নিয়ে আজ ৪ জনের মৃত্যু হলো।
এর আগে শনিবার অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তিনজন মারা গেছেন। এরা হলেন, দৌলতপুর কুষ্টিয়ার জিহাদ আলী (৬০), সিরাজগঞ্জের আঃ মজিদ (৭০) ও ভোলার অজ্ঞাত ব্যক্তি (৬০)। এর আগে প্রথমদিন শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের ওমর আলী (৪৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফেনীর শাহজালাল (২৬) ডায়রিয়ার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
ইজতেমায় দেশী মুসল্লিরা ছাড়াও প্রায় শতাধিক দেশের অন্তত বিশ হাজার বিদেশী মুসল্লি অংশ নিয়েছেন। র‌্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন। আগামীকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
মুসল্লিদের ৩৬টি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button