গজব থেকে বাঁচতে এস্তেখারার নামাজের আহ্বান খতিবের

রাজধানীসহ দেশের অসহনীয় তাপমাত্রাকে আল্লাহ প্রদত্ত গজব বলে দাবি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মো. সালাহউদ্দিন।
তিনি বলেন, “পাপের কারণে আল্লাহ আমাদের ওপর গজব নাযিল করেছেন। এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। প্রত্যেক এলাকায় এস্তেখারর নামাজ পড়তে হবে। নামাজের সময় গরু-ছাগলসহ গবাদি পশুগুলো নিয়ে যাবেন। কারণ তারা নিষমাপ।”
শুক্রবার জুমার নামাজের খুতবায় জাতীয় মসজিদের খতিব সারাদেশের প্রায় সাড়ে চার লাখ মসজিদের ইমাম ও সমগ্র দেশের মানুষের কাছে এই আহ্বান জানান।
মাওলানা সালাহ উদ্দিন বলেন, “আমাদের পাপের কারণেই আল্লাহ তায়ালা তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন। এটা গজব। এই তাপমাত্রাই আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ ইচ্ছা করলে আমাদের ওপর আরো বড় ধরনের গজব নাযিল করতে পারেন।”
তিনি বলেন, “আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। গরম বেশি পড়ছে। নিজেদের পাপের জন্য তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। মানুষ যদি আল্লাহর পথে ফিরে না আসে তাহলে আরো বড় গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যেন বড় ধরনের কোনো গজব না দেন।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button