ট্রেনে চড়ে শপথ নিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী

Aamএক লাখ লোকের উপস্থিতিতে শপথ নিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দুপুরে রামলীলা ময়দানে সাদা টুপি মাথায় দিয়ে দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতের রাজনীতির অন্যতম আলোচিত এই নেতা।
শপথগ্রহণ অনুষ্ঠানে ৪৫ বছর বয়সী কেজরিওয়াল রাজনীতির ভিআইপি সংস্কৃতি বাদ দিতে পাবলিক মেট্রো ট্রেনে চড়ে অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় তার দলের আরো ৬ মন্ত্রীও শপথ নেন। খবর এনডিটিভির।
শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বক্তব্য রাখেন কেজরিওয়াল। এক বছর আগে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া অভাবনীয় উল্লেখ করে বলেন, আমি আমার দলের সংসদ সদস্যদের অহংকারী না হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা এখানে জনগণের সেবা করার জন্য এসেছি।
দুর্নীতির বিরুদ্ধে শপথ নেয়ার আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেন, আসুন আমরা শপথ করি ঘুষ নেবো না এবং দেবো না।
তার এই আহ্বানে উপস্থিত সমর্থকরা তুমুল হর্ষধ্বনি করে।
প্রসঙ্গত, এই রামলীলা মন্দিরেই ২০১১ সালে গান্ধীবাদী আন্না হাজারের সঙ্গে দুর্নীতিবিরোধী নতুন আইনের দাবিতে টানা ১৬ দিন অনশন করে নজরে আসেন কেজরিওয়াল।
এর আগে শুক্রবার কেজরিওয়াল বলেছিলেন, আমি বুঝতে পারছি, এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব।
এই মুহূর্তে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সদ্য বৃদ্ধি পাওয়া সিএনজির দাম মোকাবিলা করা। কারণ রাজ্যজুড়ে সিএনজি চালকদের মধ্যে তার অনেক সমর্থক আছে।
এদিকে কেজরিওয়াল তার শপথ অনুষ্ঠানে সব ধরনের মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button