উপজেলা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে গণহারে গ্রেফতার করা হচ্ছে : জামায়াত

বিভিন্ন স্থানে বিরোধী দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করে উপজেলা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে সরকারি ষড়যন্ত্র চলছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ৫ জানুয়ারি একদলীয় প্রহসনের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে। এ সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। তারা জনগণের নির্বাচিত সরকার নয়। সরকারের অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও ফ্যাসিবাদী আচরণে দেশবাসী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। উপজেলা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের নিশ্চিত ভরাডুবি উপলব্ধি করে সরকার বিরোধী দলীয় সমর্থিত প্রার্থীদের ও ভোটারদের নানাভাবে হয়রানী করছে। দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার করা হচ্ছে ১৯ দলীয় জোটের  নেতা-কর্মীদের। গত দু’দিনে চুয়াডাঙ্গা, গাইবান্ধা, লক্ষ্মীপুরসহ দেশের  বিভিন্ন স্থানে জামায়াত ও ছাত্রশিবিরের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাচনে ভোটারগণ যাতে নির্বিঘেœ ভোট দিতে না পারে সে জন্য সরকার ধরপাকড় অব্যাহত রেখেছে। জামায়াত সেক্রেটারি অবিলম্বে গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। -বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button