সরকার ৯৫ ভাগ জনপ্রত্যাশা পূরণ করেছে : ফারুক খান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বর্তমান সরকার জনগণকে দেয়া প্রতিশ্র“তির ৯৫ ভাগই পূরণ করেছে। যে কোন উন্নয়নকে চলমান প্রক্রিয়া হিসেবে অভিহিত করে তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে দেশ চালানোর দায়িত্ব দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
ফারুক খান বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা ও ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, ‘পাঁচ বছরে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।’
আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য তিনি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে একটি শক্তিশালি কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করার নির্দেশ দেন।
ঈদ ও পূজায় নতুন নতুন নেতাদের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন ইত্যাদির সমালোচনা করে বিমান মন্ত্রী বলেন, নতুন নেতারা অবাস্তব ও অবান্তর প্রতিশ্র“তি দিয়ে জনগণকে বিভ্রান্ত করে।
তিনি বলেন, ‘এসব মৌসুমী নেতা ৫ বছর পরে আপনাদের কাছে এসে অবাস্তব প্রতিশ্র“তি দেবে, আবার হারিয়ে যাবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে তিনি মুকসুদপুর উপজেলা সদরসহ, খান্দারপাড়, উজানী, বাটিকামারি এবং কাশিয়ানির রাজপাটে কর্মীসমাবেশেও বক্তৃতা করেন ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button