জ্যামাইকা মুসলিম সেন্টার পরিদর্শনে নিউইয়র্ক সিটি মেয়র
প্রথমবারের মত বাংলাদেশী কমিউনিটির সান্নিধ্যে এলেন নিউইয়র্ক সিটির ১০৯তম মেয়র বিল ডি ব্লাজিও। ২০১৩ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
৪ ডিসেম্বর শুক্রবার কুইন্সের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা মুসলিম সেন্টার পরিদর্শনে আসেন মেয়র বিল ডি ব্লাজিও।
জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আখতার হোসাইনের সঞ্চালনায় মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবেলায় মুসলিমরা যুক্তরাষ্ট্রের বড় সহযোগী হিসেবে কাজ করছে।’
নাইন/ইলেভেন’র কথা স্মরণ করে সিটি মেয়র বলেন, ‘আমি বিশ্বাস করি ওই সময়ে অনেক নিরাপরাধ মুসলিম অভিবাসীকে নিউইয়র্ক ছাড়তে হয়েছে।’
ব্লাজিও বলেন, ‘কেউ যেন ধর্মীয় কারণে প্রতিহিংসা এবং বিড়ম্বনার শিকার না হয়, সে জন্য আমার প্রশাসন অঙ্গিকারাবদ্ধ।’
নিউইয়র্কে কোথাও কোন মুসলিম কিংবা অন্য কোন সম্প্রদায় ‘হেইট ক্রাইম’র শিকার হলে তা বরদাশত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন সিটি মেয়র।
অনুষ্ঠান শেষে জ্যামাইকার মুসলিম নেতারা বাংলাদেশীদের পাশে থাকার জন মেয়র ব্লাজিও কে ধন্যবাদ জানান। পরে মেয়রকে ক্রেস্ট উপহার দেওয়া হয় জ্যামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে।