সৌদি আরবে সমবেত বিশ্ব নেতৃবৃন্দ
সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে সমবেদনা ও নতুন বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। গত শুক্র ও শনিবার অনেক দেশের রাষ্ট্রনায়করা উপসাগরীয় দেশটিতে পৌঁছান।
ইসলামী রীতি অনুযায়ী শুধু মুসলিমরাই অপর মুসলিমের জানাজায় শরিক হতে পারেন। রীতি মেনেই বাদশাহ আব্দুল্লাহর জানাজায় গত শুক্রবার শরিক হন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব।
একই দিন জানাজার পর দেশটিতে পৌঁছান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। গত শনিবার সকালে দেশটিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফকাল্লা ও জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।
ওই দিনই বিকেলের দিকে পৌঁছান ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও প্রিন্স চার্লস। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভও এ দিন এসে পৌঁছান।
একই দিন দেশটিতে উপস্থিত হন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেক্সান্ডার, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফেদেরিক আন্দ্রে হেনরিক, ভারতের ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলদ আব্দুল আজিজ, তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি, চীনের উপ-প্রধানমন্ত্রী ইয়াং জেইচি, মরক্কোর বাদশাহর ভাই প্রিন্স মুলে বিন রশিদ, কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী এরলান আবদেলদেব, নরওয়ের ক্রাউন প্রিন্স হ্যাকন মাগনুস, হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট নমদি সাম্বো, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুল্লাহ ও তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল।
এ ছাড়া একই দিন দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ভারত সফর শেষে আগামীকাল মঙ্গলবার সৌদি যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সৌদির উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার রাত ১টায় মারা যান সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ। রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে জানাজার পর নিকটস্থ কবরস্থানে তাকে সাদামাটাভাবে দাফন করা হয়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, বাদশাহর মৃত্যুতে গত শনিবার ও গতকাল রোববার সন্ধ্যায় আল-ইয়ামামা প্রাসাদের রাজকীয় আদালতে স্মরণসভার আয়োজন করা হয়েছে।