মির্জা আলমগীরের অভিযোগ গঠনের শুনানি ৮ জুন

Fokrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা পল্টন থানা ও শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের মামলা ৩টির অভিযোগ গঠনের শুনানি আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে মামলাগুলোর অভিযোগ শুনানির জন্য দিন ধার্য ছিল।
মির্জা আলমগীর আদালতে হাজির থাকলেও মামলার নথি না থাকায় এবং অপর ৩ আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল জেলহাজতে থাকায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। আগামী ৮ জুন এ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে সকালে রাজপথে সন্ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত বছর মার্চ মাসে রাজপথে সন্ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলাগুলোর মধ্যে ২টি পল্টন থানা ও ১টি শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের মামলা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button