ইংলাককে পদত্যাগের নির্দেশ দিল আদালত

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নিওয়াথামরং

Thailandআদালতের নির্দেশের কয়েক ঘন্টা না পেরুতেই ইংলাক সিনাওয়াত্রার পরিবর্তে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সহকারি প্রধানমন্ত্রী নিওয়াথামরং বুনসঙ্গপাইসান। তিনি অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। দেশটির সহকারি প্রধানমন্ত্রী পুংথেপ তেপখানজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত করে ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় দেশটির আদালত।
আদালত বলেছে, ইংলাক চিনাওয়াত ২০১১ সালে এক উচ্চপদস্থ আমলাকে বদলি করেছিলেন যাতে তাঁর এক আত্মীয়কে একটি সুবিধাজনক পদে নিয়ে আসা যায়। এতে সংবিধান লংঘিত হয়েছে।
যেসব মন্ত্রী এই বদলি প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তাদেরও পদত্যাগের নির্দেশ দিয়েছে আদালত। থাইল্যান্ডে গত ছয় মাস ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button