বর্নাঢ্য আয়োজনে সিলেট এক্সপ্রেসে বর্ষপূর্তি অনুষ্ঠিত

Sylলেখক, সাংবাদিক, পাঠকসহ অসংখ্য শুভানুধ্যায়ীদের অংশ গ্রহণে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সিলেটের বহুল পঠিত অনলাইন দৈনিক সিলেট এক্সপ্রেস ডট কম এর বর্ষ পূর্তি। অনলাইন দৈনিকটির বর্ষ পূর্তি উপলক্ষ্যে গতকাল শনিবার নগরীতে এক  আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে বিকেল ৪টা থেকেই এসে জড়ো হতে থাকেন সিলেটের লেখক সাহিত্যিক সাংবাদিক, সিলেট এক্সপ্রেস ডট কম এর পাঠক শুভানুধ্যায়ীরা। আনন্দ র‌্যালীতে সবার পরনে সিলেট এক্সপ্রেস এর কারুকার্যময় টিশার্ট শোভা পাচ্ছিল। আনন্দ র‌্যালীটি শনিবার বিকেল ৫টায় সাহিত্য সংসদ থেকে শুরু হয়ে চৌহাট্টা ঘুরে আবার কেমুসাসে এসে শেষ হয়।
কেমুসাস প্রাঙ্গনে র‌্যালী পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সিলেট এক্সপ্রেস ডট কম এর সম্পাদক আলোকচিত্রী আবদুল বাতিন ফয়সলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের প্রবীন সাংবাদিক সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মালিক চৌধুরী। সিলেটের ডাকের রিপোর্টার নূর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্টাতা সভাপতি প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিলেট সিটি কর্পোরেশনের ৩বার নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, বিশ্ববাংলা সম্পাদক মুহিত চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কবি তাবেদার রসুল বকুল, একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার সাঈদ নোমান এবং স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের সহকারী সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।
র‌্যলীর উদ্বোধনকালে আবদুল মালিক চৌধুরী বলেন, আমাদের দৈনন্দিন জীবনে অনলাইন সংবাদপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টারনেট আমাদের কাছে যতই সহজলভ্য হচ্ছে অনলাইন সংবাদপত্র ততই জনপ্রিয় হয়ে উঠছে।
আবদুল মালিক চৌধুরী সিফডিয়া ও সিলেট এক্সপ্রেসে নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ ও বিকাশের কথা উল্লেখ করে বলেন, প্রতিশ্র“তিশীল সংবাদকর্মী সৃষ্ঠিতে এ দুটো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেন, সিলেট এক্সপ্রেস সিলেট সিফডিয়া নামে সুচনালগ্নে সিলেটে কোন অনলাইন ছিলোনা। দীর্ঘ পথচলার মাধ্যমে প্রতিষ্ঠান অসংখ্য সম্ভাবনাময় তরুণ সাংবাদিকের জন্ম দিয়েছে।
উল্লেখ্য ২০০৬ সালে বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার বয়স ছিল মাত্র দুই বছর। ওই বছরের আগষ্ট মাসে সিলেটে একমাত্র অনলাইন পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে ‘সিলেট সিফডিয়া’ (সিলেট এক্সেপ্রেস ডট কম)। তখন ছোট্টো পরিসরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন  তৎকালীন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান শাহরিয়ার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মহিব চৌধুরী। এখন পোর্টালটি বেশকিছু শাখা খুলে সংবাদ বিনোদন এবং সাহিত্য ইত্যাদি পেইজে লেখা সরবরাহ করছে। সিফডিয়ার অনেক সংবাদকর্মী এখন দেশে বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button