সার্ক নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

PMপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়নে দেশগুলোর প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কার্যকর পদপে গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি এ অঞ্চলের মানুষের উন্নতির জন্য রাজনৈতিক নেতাদের নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে সার্ক দেশগুলোর সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে শীর্ষ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকায় সফররত সার্কভুক্ত দেশের মন্ত্রিপরিষদ সচিবেরা শনিবার সকালে সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে এলে তিনি এ কথা বলেন।
২৬ ও ২৭ এপ্রিল দুই দিনব্যাপী বৈঠক উপলে ৮ সার্ক দেশের মন্ত্রিপরিষদ সচিবেরা এখন ঢাকায় অবস্থান করছেন।
রাজনীতিবিদেরা সিদ্ধান্ত নেন কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনিক কর্মকর্তাদের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্ক দেশের প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা রাজনৈতিক নেতাদের নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবেন বলেই আমার বিশ্বাস।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সমন্বিত প্রচেষ্টায় এ অঞ্চলের অভিন্ন শত্র“ দারিদ্র্যতাকে স্ট্যাম্প আউট করার কথাও প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, নারী ও শিশু পাচার এবং অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে কারো এককভাবে লড়াই করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
শেখ হাসিনা বলেন, সার্ক অঞ্চলের অভিন্ন শত্র“ দারিদ্র্যতা সত্ত্বেও এ অঞ্চলেই বিশ্বের জনসংখ্যার এক বিশাল অংশের বসবাস। তাদের সমৃদ্ধির জন্য ক্রয়মতা বৃদ্ধি ও বাজার অর্থনীতি আরো শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, এ অঞ্চলের নিপীড়িত জনগণের ভাগ্যের পরিবর্তন করতে যৌথভাবে পরিস্থিতির মোকাবেলা করা আমাদের প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে সার্ককে গড়ে তুলতে হলে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আর এ ল্েয সার্কভুক্ত দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।
সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ঢাকায় দুই দিনব্যাপী বৈঠক আয়োজনে সহায়তা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সার্ক নেতাদের নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে তাদের সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button