ব্রিটেনে পেট্রোল-ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। এ লক্ষ্যে ২০৪০ সাল থেকে দেশটিতে নতুন করে আর কোনো পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি হবে না। দেশটির পরিবেশ-বিষয়ক মন্ত্রী সাম্প্রতিক এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের বহুল প্রত্যাশিত ৩৯০ কোটি ডলারের পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
পরিবেশমন্ত্রী রেডিও ফোরকে দেয়া এক সাক্ষাত্কারে জানান, ২০৫০ সাল নাগাদ ব্রিটেনের রাস্তায় পেট্রল ও ডিজেলচালিত কোনো গাড়ি দেখা যাবে না। এই প্রতিশ্রুতি পূরণে ২০৪০ সালের পর দেশে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যদিও প্রস্তাবটি বাস্তবায়ন নিয়ে পরিবেশবাদীরা যথেষ্ট সংশয়ে রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button