রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন প্রিন্স ফিলিপ

Prince philipব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আগামী সেপ্টেম্বর থেকে সবধরনের রাজকীয় দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাকিংহাম প্রাসাদের এক ঘোষণায় বলা হয়, ‘ডিউক অব এডিনবরা’ প্রিন্স ফিলিপ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। রানী তার এই সিদ্ধান্ত সমর্থন করেছেন।
ব্রিটেনের সংবিধান অনুযায়ী রানী রাষ্ট্রপ্রধান। ফলে বিদেশি অতিথি আপ্যায়ন এবং বিদেশ সফরসহ প্রিন্স নানা আনুষ্ঠানিকতায় ফিলিপকেও যোগ দিতে হয়। ২০১৬ সালেও ১১০ দিন নানা অনুষ্ঠানে কখনো একা অথবা রানীর সঙ্গে বিভিন্ন রাজকীয় দায়িত্ব পালন করেছেন প্রিন্স ফিলিপ। ব্রিটেনের ৭৮০ টি প্রতিষ্ঠানের সঙ্গে হয় পৃষ্ঠপোষক, নয় প্রধান অথবা সদস্য হিসাবে প্রিন্স ফিলিপের সংশ্লিষ্টতা রয়েছে। রাজপ্রাসাদ সূত্র জানিয়েছে, তিনি এসব প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন, কিন্তু কোনো দায়িত্ব পালন করবেন না। আগামী আগষ্ট পর্যন্ত প্রিন্স ফিলিপ বিভিন্ন অনুষ্ঠানে রানীর সঙ্গে যোগ দেবেন। সেপ্টেম্বর থেকে তিনি আর কোনো আমন্ত্রণ গ্রহণ করবেন না। রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ নভেম্বরে তাদের ৭০তম বিবাহ বার্ষিকী উদযাপন করবেন। ৯১ বছর বয়সী রানী এলিজাবেথও সামপ্রতিক বছরগুলোকে প্রকাশ্য অনুষ্ঠান থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন। প্রাসাদের ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে প্রিন্স ফিলিপকে শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button