লন্ডনের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে যোগ দিলেন অ্যাঞ্জেলিনা

Angeliaহলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি দি লন্ডন স্কুল অব ইকোনমিক্স এ ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানটি ব্রিটেনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম।
দি লন্ডন স্কুল অব ইকোনমিক্স সোমবার এই তথ্য নিশ্চিত করে জানান, এখন থেকে অস্কার বিজয়ী অ্যাঞ্জেলিনা জোলি নারীর উপর মাস্টার্স ডিগ্রি প্রোগামে ‘শান্তি ও নিরাপত্তা’ বিষয়ে শিক্ষা দান করবেন তিনি। এছাড়াও এই বিষয়ে নিয়োগ দেয়া হয়েছে ব্রিটেনের সাবেক পররাষ্ট্র সেক্রেটারি উইলিয়াম হেগুজকে।
জুলি বলেন, আমরা আশা করবো অন্যান্য প্রতিষ্ঠানেও এই উদাহরণ অনুকরণ করা হবে। এটা এ জন্যই অতীবগুরুত্বপূর্ণ যে, কিভাবে নারীর অধিকারের অগ্রগতি করা যায় এবং অপরাধের দায়মুক্তি যেমন যৌন হয়রানি তথা সহিংসতায় নারীর উপর যে সামঞ্জস্যহীনভাবে প্রভাব পড়ে তার সম্পর্কেও আমরা দীর্ঘ আলোচনা করেছি। তিনি আরো বলেন, সরকারে এবং জাতিসংঘে কাজের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে আমি শিক্ষার্থীদের কিছু শিক্ষা দেয়ার এবং তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করবো।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী অবস্থানের কঠোর সমালোচনা করেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
২০১৩ সালের মে মাসে ম্যাস্টেকটমি করে দুটি স্তনই বাদ দেন জোলি। এরপর তিনি ক্যান্সার এড়াতে অস্ত্রোপচারে বাদ দেন তার ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব দুটিও।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button