কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলন শুরু

Saarcনেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই দিনের সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বুধবার নেপালের জাতীয় সংগীতের মধ্য দিয়ে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের মূল পর্ব শুরু হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘শান্তি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠতর সম্পর্ক’।
ভ্রীকুটি মণ্ডপে অবস্থিত রাষ্ট্রীয় সভাগৃহে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও সার্কের বিদায়ী চেয়ারপারসন আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম। তার সাথে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা প্রদীপ প্রজ্বালন করেন।
শীর্ষ সম্মেলনে নয়টি পর্যবেক্ষক দেশ থেকে প্রায় ৩৫০ জন অতিথি অংশ নিয়েছেন। এ ছাড়া সম্মেলনের খবর সংগ্রহ করতে সার্কভুক্ত দেশগুলো ছাড়াও আরো কয়েকটি দেশের প্রায় চার শ গণমাধ্যমকর্মীও এখন নেপালে অবস্থান করছেন।
এ শীর্ষ সম্মেলনে সার্কভুক্ত আটটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ভাষণ দিবেন। প্রথম দিনেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য মঙ্গলবার বিকেলেই তিনি সফরসঙ্গীদের নিয়ে কাঠমান্ডু পৌঁছেছেন।
সম্মেলনের অবকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট ড. আশরাফ গনি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমের সাথে বৈঠক করবেন।
একই দিন তিনি অন্যান্য দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানদের সাথে হোটেল ক্রাউন প্লাজা সোয়েলটিতে নেপালের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামীকাল ২৭ নভেম্বর শেখ হাসিনা ও সার্কের অন্যান্য নেতা রিট্রিট সেশনে যোগ দিতে নেপালের শীর্ষ পর্যটন কেন্দ্র ধুপিখেল যাবেন। একই দিন ধুপিখেল থেকে ফিরে তারা শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সার্কের অন্যান্য নেতা কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদবের সাথে সাক্ষাৎ করবেন। তারা নেপালের রাষ্ট্রপতির দেয়া ভোজসভায়ও যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ নভেম্বর দুপুরে দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে কাঠমান্ডুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি যান চলাচলের ওপরও আরোপ করা হয়েছে কড়াকড়ি। নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা নিজে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন।
সম্মেলনের দুই দিন- বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে নেপালে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button