আবুধাবীর শেখ জায়েদ মসজিদে নামাজ পড়লেন শেখ হাসিনা

PMপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম দিন শনিবার বিকালে আবুধাবী শেখ জায়েদ জামে মসজিদ পরিদর্শন করেন। এখানে তিনি আসরের নামাজ আদায় করেন।
শেখ হাসিনা মসজিদটির প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান-এর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
প্রধানমন্ত্রী মসজিদ কমপ্লেক্সে এসে পৌঁছলে তাকে সেখানে সাদর অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে মসজিদের একটি স্মারক প্রদান করা হয়। তিনি মসজিদের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুর রহমান চুন্ন, আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button