আফগানিস্তানে ভয়াবহ ভূমিধসে নিহত ২,১০০

Afganআফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে ভয়াবহ ভূমিধসে ৩০০ পরিবারের ২ হাজার ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিকভাবে দেয়া তথ্যে নিখোঁজের সংখ্যা ২ হাজারেরও বেশি বলে উল্লেখ করা হয়েছিল। তাদের জীবিত উদ্ধার না করতে পারার আশঙ্কাও সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হলো। এখনও বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ১ হাজারেরও বেশি বাড়িঘর কাদামাটি ও পাথরের তলায় চাপা পড়েছে। ৪ হাজার মানুষ বাস্তুচ্যুত রয়েছেন।
গতকাল শুক্রবার ছিল আফগানিস্তানের সাপ্তাহিক ছুটির দিন। ফলে, অধিকাংশ মানুষই ছিলেন বাড়িতে এবং ভূমিধসে বহু পরিবারের সব সদস্য প্রাণ হারান। উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম আনা হলেও, টন টন কাদামাটি আর পাথর সরিয়ে তাদের উদ্ধার করা প্রায় অসম্ভব বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। একই সঙ্গে সেখানে মুষলধারে বর্ষণ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের টানা ভারি বর্ষণের ফলে পাহাড়ের একটি অংশ ধসে পড়লে মর্মান্তিক এ দুর্যোগ নেমে আসে। উদ্ধারকারী দলের সদস্যরা মাটির তলায় চাপা পড়ে থাকা নিখোঁজ বাকি ব্যক্তিদের উদ্ধারে প্রাণান্ত চেষ্টা করছেন। উত্তর ও পূর্ব আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলে গত কয়েকদিনের অব্যাহত ভারি বৃষ্টিতে বন্যা দেখা দেয়। তাতে প্রায় ১৫০ মানুষ প্রাণ হারান। আফগানিস্তানে দায়িত্ব পালনরত জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়, প্রাণহানির সংখ্যা ২১০০ ছাড়িয়েছে। এদিকে এখনও ভারি বর্ষণ অব্যাহত থাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button