আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া শেষ

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। সাত বিভাগে মোট ২ হাজার, ৬০৮ জন দলের নেতাকর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মনোনয়ন ফরম কিনলেও অনেকে তা জমা দেননি। মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগের ৬ কোটি ৫২ লাখ টাকা আয় হয়েছে। আগামী ২৪ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্ অনুষ্ঠিত হবে। এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দান প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে দৌড়-ঝাঁপ শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশী নেতারা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, কাজী জাফরউল্যাহ ও ওবায়দুল কাদেরের বাসায় বেশি যাতায়াত করছেন। এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকর্তা, কর্মচারী ও ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সরেজমিন পরিদর্শনে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বাড়তে দেখা গেছে।
এদিকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের বিপক্ষেও মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেক মনোনয়ন প্রত্যাশী। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দা সাজেদা চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, ড. মহীউদ্দীন খান আলমগীর, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, উপাধ্যক্ষ আবদুস শহীদসহ বেশ কয়েকজন সিনিয়র সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের প্রতিপক্ষ হয়ে এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের পেছনের সারির নেতারা। শীর্ষ নেতাদের বেশির ভাগ প্রতিপক্ষ সাবেক ছাত্রলীগ নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩, রংপুর-৬ এবং নড়াইল-১ আসনে মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে গোপালগঞ্জ ও রংপুরে কোনো প্রতিপক্ষ না থাকলেও নড়াইল আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলের সংরক্ষিত মহিলা সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি।
এছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজম্মেল হক, সদস্য আবদুর রহমান, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকুর প্রতিপক্ষ হয়ে একাধিক দলীয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শামসুল হক টুকুর প্রতিপক্ষ হয়ে ১০ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ জমাদানের শেষ দিনে ব্যাপক উত্সাহ উদ্দীপনা এবং উত্সবমুখর পরিবেশের মধ্যদিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। গতকাল ২১৬টি ফরম বিক্রি ও ৮৪৩টি মনোনয়ন ফরম জমা পড়েছে বলে দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
মৃণাল কান্তি দাস আরও জানান, শেষ দিনে সাত বিভাগের মধ্য সবচেয়ে বেশি ঢাকা বিভাগে মোট ৮৩টি ফরম মনোনয়ন প্রত্যাশীরা সংগ্রহ করেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪১টি, খুলনা বিভাগে ২৬টি, বরিশাল বিভাগে ২২টি, সিলেট বিভাগে ৭টি, রংপুর বিভাগে ১৪টি ও রাজশাহী বিভাগে ২২টি করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগের ডা. আফছারুল আমিন, হাবিবুর রহমান সিরাজ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আ ক ম মোজাম্মেল হক, সিমিন হোসেন রিমি, মমতাজ বেগম, অ্যাডভোকেট শামসুর নাহার রব্বানী শাহানা, রাসেলুল হক শাহীন, খোন্দকার রুহুল আমিন, হুমায়ুন কবির, নজরুল ইসলাম প্রমুখ মনোয়ন ফরম সংগ্রহ করেন।
এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে ছিলেন দলের উপ-কমিটির সহ-সম্পাদক ইকবাল হোসেন অপু, বাহাদুর ব্যাপারী, আবু আব্বাস ভূঁইয়া, প্রকৌশলী মো. আবদুস সবুর, আবজালুর রহমান বাবু, মেজবাউল হক সাচ্চু প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button