ফের ২৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

Bangladesh Bank Logoদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ দ্বিতীয়বারের মতো ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার মজুত আবারও ২ হাজার ৬০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের সাত মাসেরও অধিক সময়ের আমদানি দায় মেটানো যাবে।
দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ গত ১৭ আগস্ট প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। এরপর গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুলাই-আগস্ট মেয়াদের আমদানি ব্যয়ের জন্য ১০০ কোটি ডলারের বেশি অর্থ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) পরিশোধ করে বাংলাদেশ। পরে আবারও কমে যায় রিজার্ভ।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানিতে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ার ফলে আমদানি চাহিদা তুলনামূলক কম রয়েছে। এসব কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।’
গত জুন মাসে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা রিজার্ভের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের এপ্রিলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ও ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। তারও আগে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহ ও রফতানিতে তুলনামূলক ভালো প্রবৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button