রাজশিশুর আগমন সপ্তাহ শেষে

Cateব্রিটেনের রাজশিশুর আগমন চলতি সপ্তাহের শেষ দিকে ঘটবে বলে জানিয়েছেন শিশুটির দাদি ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। অন্যদিকে ক্যামিলার স্বামী প্রিন্স চার্লস কৌতুক করে বলেছেন, শিশুটি তার পথেই আছে বলে আশা করছেন তিনি। খবর :এএফপি।
যেকোনো দিনই সন্তান প্রসব করবেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। এ অবস্থায়ই বার্ষিক গ্রীষ্মকালীন ট্যুরে রওনা হয়েছেন প্রিন্স চার্লস ও ক্যামিলা। দক্ষিণ-পশ্চিম কর্নওয়াল কাউন্টি ও তার পার্শ্ববর্তী ডেভন শহরে ঘুরতে বেরিয়েছেন তারা। সাগরপাড়ের বুডে শহরে বাসিন্দাদের মুখোমুখিও হন তারা। সেখানেই এসব মন্তব্য করেন ব্রিটেনের রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স চার্লস। সেখানে ক্যামিলা বলেন, ‘ওখানে কী ঘটছে আমরা জানি না। আমরা টেলিফোনের অপেক্ষায় আছি।’ তিন দিন আগেই প্রসবের সম্ভাব্য তারিখটি পার করেছেন কেট।
বাজিকরদের রমরমা ব্যবসা : রাজশিশুর আগমনে দেরি হওয়াতে রমরমা ব্যবসা হচ্ছে ব্রিটেনের বাজিকর প্রতিষ্ঠানগুলোর। বাজির অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ পাউন্ডের বেশি। শিশুটির নাম, লিঙ্গীয় পরিচয় ও জন্ম তারিখ নিয়েই বাজি ধরা হচ্ছে। সবচেয়ে বেশি বাজি ধরা হচ্ছে মেয়েশিশুর পক্ষেই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button