ঢাকা উত্তরে ২১, দক্ষিণে ২৬ মেয়র প্রার্থী

DCCঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণে মেয়র পদে নির্বাচন করতে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত ছিলো তা জমা দেয়ার শেষ সময়। শেষ সময় পর্যন্ত ঢাকা উত্তরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন, আর ঢাকা দক্ষিণে দিয়েছেন ২৬ জন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।
উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, তার বড় ছেলে তাবিব আউয়াল, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল কাফি, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিকল্প ধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী। এছাড়া ববি হাজ্জাজ, শামসুল আলম চৌধুরী, সারাহ বেগম কবরী, চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, শেখ শহীদুজ্জামান, নাঈম হাসান, এ ওয়াই এম কামরুল ইসলাম, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. আনিসুজ্জামান খোকন, মো. জামান ভূঁইয়া, নাদের চৌধুরী ও সৈয়দ মোহাম্মদ ফজলে বারি মাসুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উত্তর সিটি করপোরেশনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও তাদের মধ্যে ৯ জন তা জমা দেননি।
এদিকে, ঢাকা দক্ষিণে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৬ জন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপি নেতা আবদুস সালাম, কারাবন্দি বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ভাড়াটিয়া পরিষদের নেতা বাহারামে সুলতান বাহার প্রমুখ। দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন প্রার্থী মনোনয়ন কিনলেও তাদের মধ্যে ৫ জন মনোনয়নপত্র জমা দেননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button