শহীদ দিবসে মিসরজুড়ে ব্যাপক বিক্ষোভ

Egyptমিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে মুরসির সমর্থকরা শুক্রবারকে ‘শহীদ দিবস’ ঘোষণা করে রাজধানী কায়রোসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করেছে।
সেনা সমর্থিত নিরাপত্তাবাহিনী স্থানে স্থানে সাঁজোয়া যানের সমর্থনে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিলেও অনেক স্থানে শক্ত প্রতিরোধের সম্মুখীন হয়।  এ সময় বেপরোয়া গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে কতজন হতাহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
‘ন্যাশনাল কোয়ালিশন টু সাপোর্ট লেজিটিমেসি’ নামে একটি সংগঠন বলেছে, সামরিক অভ্যুত্থানকারীদের পরাজিত না করা পর্যন্ত আমরা রাজপথে অবিচল থাকব। প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে গত ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর মিশর মারাত্মক রাজনৈতিক সঙ্কটের মধ্যে পড়ে। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির প্রধান রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড ও তাদের সমর্থকরা প্রতিবাদ-বিক্ষোভ করে আসছে। এর বিপরীতে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার ব্যাপক হত্যাযজ্ঞ ও দমন-পীড়ন চালাচ্ছে। এ ছাড়া, মুসলিম ব্রাদারহুড হাজার হাজার কর্মী, সমর্থক ও নেতাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দেশটিতে বোরকা পরা ও দাড়িওয়ালা নারী-পুরুষকে  ব্রাদারহুড সমর্থক আখ্যা দিয়ে গণহারে আটক করে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button