পাকিস্তানের জহির আব্বাস আইসিসির নতুন সভাপতি

zaheer abbasআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন সভাপতি মনোনীত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে আইসিসির বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে তাকে সভাপতি করার সিদ্ধান্ত নেয়া হয়।
এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়ে জহির আব্বাস আইসিসি সংশ্লিষ্ট সকল মহলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আইসিসির গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেয়ায় আমি সম্মানিত বোধ করছি।
জহির বলেন, ক্রিকেট আমাদের বন্ধুত্ব, সম্মান, স্বীকৃতি এবং দেশকে সেবা করার সুযোগ দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি ক্রিকেট থেকে যা নিয়েছি তা শোধ করার নয়।
নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা জানান সাবেক পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, আইসিসির সভাপতি হিসেবে আমার নাম প্রস্তাব করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ
৬৭ বছর বয়সী সাবেক এ পাকিস্তানী ব্যাটসম্যান বলেন, আইসিসির সকল সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো এ ব্যাপারে আমি সবাইকে আশ্বস্ত করতে পারি।
উল্লেখ্য, গত বিশ্বকাপের পর বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল বাজে আম্পায়ারিং ও এন শ্রীনিবাসনের সঙ্গে ঝামেলা বিতর্কে পদত্যাগ করেন। পরে নাজিম শেঠ অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করলেও পরে পদত্যাগ করেন। আর এরই পরিপ্রেক্ষিতে নতুন করে সভাপতি নির্বাচন করা হলো। আইসিসির সভাপতি হওয়ার জন্য পিসিবির গভর্নিং বোর্ডের সর্বসম্মত সমর্থন লাভ করেন জাহির আব্বাস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button