রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে মিয়ানমার: ফরাসি প্রেসিডেন্ট

macronমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী যে সহিংসতা চালাচ্ছে তা গণহত্যা বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
বুধবার দেশটির টিএমসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এমানুয়েল ম্যাক্রোঁ জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে তার দেশ চলমান গণহত্যা ও জাতিগোষ্ঠী নিশ্চিহ্নকরণের নিন্দা জানাতে কাজ করবে।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা অবশ্যই চলমান সংখ্যালঘু শুদ্ধি অভিযানের নিন্দা করছি।
জাতিসংঘের তত্ত্বাবধানে সহিংসতা বন্ধ এবং মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ তৈরি করারও আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর এই প্রথম বিষয়টিকে গণহত্যা হিসেবে উল্লেখ করলেন এমানুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button