প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আলতাফ হোসাইনের ইন্তেকাল

হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর খলীফা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মক্কীনগরস্থ জামিয়া আবু বকর আল-ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আলতাফ হোসাইন (৮২) সোমবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাওলানা আলতাফ হোসাইন ইতঃপূর্বে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় দীর্ঘ দিন মোহতামিম-এর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৮ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আসর মক্কীনগরস্থ মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় যেসব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা হচ্ছেন, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ ফয়জুল করীম, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, ফরিদাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস, শান্তিধারা আশরাফিয়া মাদ্রাসার মোহতামিম মুফতী আব্দুল বারী , মুফতী সোলাইমান নোমানী,খেলাফত আন্দোলনের মহানগরী সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি ফখরুল ইসলাম।
মরহুম মাওলানা আলতাফ হোসাইনের ইন্তেকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।  ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মরহুমের ইন্তেকালে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এতে দলের আমীর ও পীর ছাহেব চরমোনাই মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মুহাম্মাদ আবদুল জব্বার
এক শোক বাণীতে বলেন, মাওলানা আলতাফ হোসাইনের ইন্তেকালে আমরা দ্বীনের একজন রাহনুমা অভিভাবককে হারালাম। আল্লাহ পাকের দরবারে হযরতের মাগফিরাত ও বুলন্দ দরাজাত কামনা করছি। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ এক বিবৃতিতে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কওমী মাদ্রাসা শিক্ষক সমিতি’র নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহান ও মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী এক বিবৃতিতে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button