অবশেষে ইয়েমেন যুদ্ধের সমাপ্তি হচ্ছে

শেষ পর্যন্ত ইয়েমেন যুদ্ধের অবসান হতে যাচ্ছে। রক্তক্ষয়ী এ যুদ্ধে কোনো পক্ষের বিজয় হয়নি। সৌদি নেতৃতাধীন আরব জোটের কাছে পরাজিত হয়নি দেশটিতে সক্রিয় ইরান মদদপুষ্ট হুথি বিদ্রোহীরা। ইয়েমেন যুদ্ধের পরিণতি সর্ম্পকে মার্কিন গণমাধ্যম ব্লমবার্গের সাথে আলাপকালে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেন, ‘অচিরেই এ যুদ্ধ শেষ হবে। আমাদের সীমান্তে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই’।

বিন সালমান আরও বলেন, আরব উপদ্বীপে আমরা নতুন হিযবুল্লাহ চাই না, এটি শুধু সৌদির জন্য রেড লাইন নয় বরং সমগ্র বিশ্বের জন্য। বিন সালমান ব্যাখ্যা করে বলেন, কেউ চায় না এ অঞ্চলে হিযবুল্লাহর নতুন পথ হোক যার মাধ্যমে বিশ্ববাণিজ্যের নৌরুট দখল করে নেয়।তিনি আরও বলেন, আমরা হুথিদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখব। আশা করি অচিরেই তারা (হুথি) একটি চুক্তিতে আসবে।ইয়েমেন যুদ্ধে ভুল স্বীকার করে তিনি বলেন, প্রতি যুদ্ধেই ভুল হয়। যেকোন ভুলের কারণেই বিষয়টি কষ্টদায়ক হয়। শীঘ্রই বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি ।

ইয়েমেন যুদ্ধের কারণে মিত্রদের সাথে বিশেষত ব্রিটেনের সাথে সম্পর্কের অবনতির বিষয়ে তিনি বলেন, মিত্রদের সাথে সৌদির সর্ম্পকে কোনো ঝুঁকি নেই। কেননা এটি আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়। আমরা চাই তারা (মিত্ররা) তা বুঝুক এবং আমরা তাদের সন্তুষ্ট করতে চেষ্টা করে যাচ্ছি।

অন্যদিকে আজ ইইউ সৌদিসহ সব পক্ষকে তাৎক্ষনিকভাবে যুদ্ধ বন্ধসহ ইয়েমেনিদের থেকে অবরোধ উঠিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুদ্ধপরাদের নিন্দাও জানানো হয়। এছাড়া আমিরাতের কাছে অস্ত্রবিক্রিসহ ইন্টারনেটে নযরদারি সিস্টেম বিক্রি না করার আহ্বান জানিয়েছে ইইউ পার্লামেন্ট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button