শার্লি এবদোতে হামলা ‘যুক্তিসংগত’ ছিল : কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, শুক্রবারের প্যারিসের হামলার চেয়ে এ বছরের জানুয়ারিতে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে হামলা ‘যুক্তিসংগত’ ছিল।
মঙ্গলবার প্যারিসের মার্কিন দুতাবাসে কেরি এসব কথা বলেন বলে জানায় সিবিএস নিউজ।
কেরি বলেন, ‘শুক্রবার প্যারিসে ভয়াবহ হামলা যে ১২৯ জন নিহত হয়েছে তা কখনো শার্লি এবদো হামলায় ১২ জন নিহতের ঘটনার সাথে মেলানো যায় না।’
‘শার্লি এবদো এবং প্যারিস হামলার ঘটনা কিছুটা ভিন্ন, আমি আশা করি আপনারা সবাই তা বুঝতে পেরেছেন।’
কেরি বলেন, শুক্রবারের হামলা ছিল নির্বিচার।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে শার্লি এবদোতে হামলা চালানোর দায় স্বীকার করে আল-কায়েদা। মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রকাশের কারণে ওই হামলা বলে জানায় আল কায়েদা।