অবৈধ অভিবাসীদের আটকের ব্যয় ৬ বিলিয়ন পাউন্ড

যুক্তরাজ্যের ইন্টারন্যাল গভর্নমেন্ট প্রোজেকশন বলেছে, ক্ষুদ্র নৌকায় করে যুক্তরাজ্যে আসা অবৈধ অভিবাসীদের আটক ও বহিষ্কারের ব্যয় আগামী ২ বছরে ৬ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে। নতুন আইনের অধীনে আটক ও বহিষ্কার ব্যবস্থাপনায় এই বিপুল অর্থ ব্যয় হবে। এ সংক্রান্ত ‘ইল্লিগ্যাল মাইগ্রেশন বিল’ নামে এই আইন পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে।
মিডিয়াসূত্রে প্রকাশ, হোম অফিসের হিসাব অনুযায়ী, ডিটেনশন সেন্টারসমূহ এবং চলমান বাসস্থান ও বহিষ্কারের ব্যয় ৩ থেকে ৫ বিলিয়ন পাউন্ড। এই আইন মন্ত্রীদেরকে যুক্তরাজ্যে অবৈধভাবে আসা যে কোন ব্যক্তিকে বহিষ্কারের ক্ষমতা দেবে। এসব অভিবাসী এখানে আশ্রয় দাবী করতে পারবে না। সরকার বলেছে, ক্ষুদ্র নৌকায় যুক্তরাজ্যে আসা আশ্রয় প্রার্থীদের জন্য হোটেলে থাকার ব্যয় দাঁড়িয়েছে দৈনিক ৭ মিলিয়ন পাউন্ড। এদের সংখ্যাও রেকর্ড সংখ্যক। এব্যাপারে তাদের কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই ইস্যু মোকাবেলাকে তার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহন করেছেন। তবে বিল অর্থ্যাৎ প্রস্তাবিত নতুন আইনের বিরুদ্ধে খোদ রক্ষনশীল দলের পক্ষ থেকেই প্রতিবাদ ওঠেছে। হাউস অব লর্ডসে এ নিয়ে তারা কড়া সমালোচনা করছেন। এ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ট্রেজারি অর্থ্যাৎ অর্থ বিভাগ এই নীতিকে সমর্থন করছে। তবে ইনসাইডারদের মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে যে, বিতর্কিত বিলের সাথে সম্পৃক্ত ব্যয় বিস্তৃত হচ্ছে। হোম অফিস সূত্র স্বীকার করেছে যে, আইনটির বাস্তবায়ন হবে ব্যয়বহুল ও জটিল। তাদের একজন স্বীকার করেন যে, গোটা পদ্ধতিকে সক্ষম ও সক্রিয়করণের বিষয়টি একটি বড়ো চ্যালেঞ্জ।
লক্ষনীয় যে, গত বছর ৪৫ হাজারেরও বেশী লোক ইংলিশ চ্যানেল অতিক্রম করে। বর্তমানে প্রায় ২ হাজার লোককে আটক রাখার সক্ষমতা রয়েছে যুক্তরাজ্যে। এটাকে বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। হোয়াইটহল সূত্রগুলোর অভিমত, আরো অনেক ভ্যারিয়েবলস্ অর্থ্যাৎ পরিবর্তনশীলতা রয়েছে এতে। বিলটি একটি প্রতিবন্ধক আইন হিসেবেও কাজ করবে।
হোম অফিসের প্রত্যাশা, বিপুল সংখ্যক লোককে আটক করা হবে এবং সময়ের ব্যবধানে ব্যয়ও কমে আসবে। অবশ্য এ ব্যাপারে নিশ্চিতভাবে কোন পূর্বাভাস দেয়া সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button