তৃতীয় দফা উপজেলা নির্বাচন

আ.লীগ ৩৬, বিএনপি ২৭, জামায়াত ৮, অন্যান্য ৭

ECতৃতীয় ধাপে শনিবার অনুষ্ঠিত ৮১টি উপজেলার মধ্যে ৭৮টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ময়মনসিংহের মুক্তাগাছা, বরিশালের হিজলা ও চাঁদপুরের হাজীগঞ্জের ফলাফল স্থগিত করা হয়েছে।
শনিবার যে ৭৮টি উপজেলার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে, সেগুলোর মধ্যে চেয়ারম্যান পদে ৩৬টিতে আওয়ামী লীগ-সমর্থিত, ২৭টিতে বিএনপি-সমর্থিত, ৮টিতে জামায়াতে ইসলামী-সমর্থিত এবং অন্যান্য ৭টি।
আওয়ামী লীগ ৩৬:
ফরিদুল ইসলাম (দিনাজপুর সদর), আবুজার রহমান (নীলফামারী সদর), পনির উদ্দীন আহমেদ (কুড়িগ্রাম সদর), শওকত আলী সরকার বীরবিক্রম (চিলমারী), আনোয়ারুল ইসলাম (নওগাঁ  পোরশা), আজাদ হোসেন লাভলু (যশোর মনিরামপুর), খান মজিবুর রহমান  (বাগেরহাট সদর),  শাহ আলম বাচ্চু (মোড়েলগঞ্জ) শেখ আবু সাঈদ (রামপাল), আবু তাহের হাওলাদার (মংলা), মো. কামাল উদ্দিন আকন (শরণখোলা), সৈয়দ ফজলু আমির লিটু (নড়াইল লোহাগড়া), শেখ ওয়াহিদুজ্জামান (সাতক্ষীরা কালিগঞ্জ), মোশারেফ হোসেন (ভোলা সদর), আবুল কালাম আজাদ  (জামালপুর দেওয়ানগঞ্জ ), নজরুল ইসলাম (দুর্গাপুর),  তারিকুল হাসান মিঠু (বরিশাল  মুলাদী), সরদার খালেদ হোসেন স্বপন (বরিশাল বাবুগঞ্জ), আশরাফ হোসেন খোকা (শ্রীবর্দী ), এস এম কামরুল হাসান শাহিন (নেত্রকোনা সদর) , আবুল হাসেম তপাদার (শরীয়তপুর), রফিকুল ইসলাম (মৌলভীবাজার বড়লেখা), আবু জাহিদ (সিলেটের দক্ষিণ সুরমা) , মো. আইয়ুব আলী (কিশোরগঞ্জ  হোসেনপুর), মীর ফারুক আহমাদ ফরিদ (টাঙ্গাইল ধনবাড়ী), মোহতেশাম হোসেন বাবর (টাঙ্গাইল সদর), এম এম জালালউদ্দিন আহম্মেদ (আলফাডাঙ্গা ), সফি কাজি (সদরপুর), মো. শামসুদ্দিন কালু (কুমিল্লা নাংগলকোট), জাহাঙ্গীর খান চৌধুরী (কুমিল্লা ব্রাহ্মণপাড়া), আবদুস সোবাহান ভূঁইয়া (চৌদ্দগ্রাম), শাজাহান শিশির (চাঁদপুর কচুয়া), এসএম আল মামুন (চট্টগ্রাম সীতাকুণ্ড), দিদারুল কবির রতন (ফেনী দাগনভূঁইয়া), এসএন চৌধুরী (রাঙ্গামাটি   কাউখালি), মো. মজনু মিয়া (ময়মনসিংহ  ধোবাউড়া)।
বিএনপি ২৭:
নূরুল ইসলাম (ঠাকুরগাঁ হরিপুর), সাইদুর রহমান (গাইবান্ধা সাইদুল্লাহপুর), আনোয়ারুল ইসলাম (চাপাইয়ের ভোলাহাট), মোহাম্মদ ইসহাক (রাজশাহীর গোদাগাড়ী), মিজানুর রহমান (কুমিল্লার বুড়িচং), আবু সাঈদ (রাজশাহীর চারঘাট), ওয়াহিদুজ্জামান (পিরোজপুরের নেসারাবাদ), আজিজুর রহমান (কুমিল্লার হোমনা), সালাউদ্দীন সরকার (কুমিল্লা তিতাস), আবুল বাসার আকন্দ (ময়মনসিংয়ের ফুলপুর), এ এস ফেরদৌস (টাঙ্গাইলের দেলদুয়ার), আজিজুর রহমান (ফরিদপুরের মধুখালী), খন্দকার লিয়াকত হোসেন (মানিকগঞ্জের ঘিওর), বাবর আলী (খুলনার পাইকগাছা), আইয়ুব আলী (লালমনিরহাটের আদিতমারী), বাদল আমিন (ফরিদপুরের চরভদ্রাসন), শরীফুল ইসলাম শরীফ (নেত্রকোনার মোহনগঞ্জ), শামসুল আলম (লক্ষ্মীপুরে কমলনগর), নুরুল ইসলাম (ঠাকুরগাওয়ের হরিপুর), কামরুজ্জামান কমল (জয়পুরহাটের আক্কেলপুর), আবদুল কুদ্দুছ (বান্দরবান সদর), আবুল কালাম আজাদ (বান্দরবানের আলীকদম), নুরুল মিল্লাত (কিশোরগঞ্জের কুলিয়ারচর), শরিফুল ইসলাম (কিশোরগঞ্জ সদর), ইঞ্জি. শফিকুল ইসলাম, (বাহ্মণবাড়ীয়া নবীনগর), আবুল কালাম আজাদ (নোয়াখালী সেনবাগ), শামসুল আলম, (সুনামগঞ্জ জামালগঞ্জ), আজিজুর রহমান, (ময়মনসিংহ ফুলবাড়ীয়া), তায়েবুর রহমান (ময়মনসিংহ গৌরীপুর)।
জামায়াত ৮:
আজিজুর রহমান (চুয়াডাঙ্গার দামুড়হুদা), মোখলেসুর রহমান (চাপাইনওয়াবগঞ্জ সদর), কেরামত আলী (চাপাইনওয়াবগঞ্জ শিবগঞ্জ), অধ্যাপক আব্দুর রশিদ (নওগা মান্দা), আকরাম হোসেন (গাইবান্ধা সদর), সাইদুর রহমান মুন্সী (গাইবান্ধা সাদুল্যাপুর), মোহাম্মদ মঈনউদ্দিন (নওগার ধামুরহাট), নূরে আলম সিদ্দিকী (দিনাজপুর নবাবগঞ্জ)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button