আইএসকে ‘দায়েশ’ বলতে রাজি নয় বিবিসি

DAESHইরাক ও সিরিয়ায় তৎপর ইসলামিক স্টেট বা আইএসআইএল-কে ‘দায়েশ’ হিসেবে আখ্যায়িত করতে ব্রিটিশ সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিবিসি সংবাদ মাধ্যম।
বিবিসির কাছে লেখা এক চিঠিতে ব্রিটিশ সংসদের প্রভাবশালী আইনপ্রণেতা বোরিস জনসন এবং এলেক্স সালমন্ডসহ ১২০ জন এমপি আইএসআইএলের ক্ষেত্রে কথিত ‘ইসলামিক স্টেট’ ব্যবহার না করার অনুরোধ জানালে সংস্থাটির মহাসচিব টোনি হল তা প্রত্যাখ্যান করেন। সন্ত্রাসী এই গোষ্ঠীর ক্ষেত্রে ‘ইসলামিক স্টেট’ ব্যবহার করার পক্ষেই বিবিসি তার অবস্থানে অটল রয়েছে।
বিবিসির মুসলিম শ্রোতারা যখন সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের কথিত ‘ইসলামিক স্টেটের’ বর্বরতা ও নৃশংসতার খবর শুনে তখন তারা চরম বিব্রতবোধ করেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিট ক্যামেরন মন্তব্য করার পর বিবিসির পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসল।
এদিকে, এই গোষ্ঠীর ক্ষেত্রে ‘দায়েশ’ ব্যবহার করলে বিবিসি’র নিরপেক্ষ সম্পাদকীয় নীতির ক্ষতি হওয়ার পাশাপাশি এতে করে বিরোধীদের প্রতি সমর্থন দেয়া হয় বলে বিবিসি সাফাই গেয়েছে।
এ আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ব্রিটিশ কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা রেহমান চিশতি বিবিসির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।
এছাড়া, আইএসআইএলের জন্য ‘ইসলামিক স্টেট’ ব্যবহার করায় প্রধানমন্ত্রী ডেবিট ক্যামেরন বিবিসির কঠোর সমালোচনা করেছেন।
সন্ত্রাসীদের ক্ষেত্রে ‘ইসলামিক স্টেট’ ব্যবহারের চেয়ে তাদের আইএসআইএল বা ‘কথিত’ বলাই ভালো বলে ক্যামেরন মন্তব্য করেন। তিনি আরো বলেন, এই সন্ত্রাসীদের কোনো রাষ্ট্র নেই এবং তারা মোটেও ইসলামিক নয়।
শুরুতে ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) নামে পরিচিত ছিল। কিন্তু গত বছরে জুন মাসে সিরিয়ার কিছু এলাকা এবং ইরাকের বড় একটা অংশ থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয়ার পর ‘খিলাফত রাষ্ট্র’ গঠনের ঘোষণা দেয়। সেই সঙ্গে নিজেদের নাম পরিবর্তন করে কেবল ‘ইসলামিক স্টেট’ বা আইএস রাখে। তবে কোনো সংগঠনের নাম ‘স্টেট’ বা রাষ্ট্র হওয়া নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ওঠে। বিশ্বজুড়ে তাদেরকে তখন থেকে আইএসআইএল এবং আইএস উভয় নামে ডাকা হতে থাকে।
অবশ্য, অনেক দেশ ও সংগঠন ওই সংগঠনটিকে আইএসআইএল বা আইএস কোনো নামেই ডাকার পক্ষপাতী নয়। তারা শুরু থেকেই ‘দায়েশ’ নামে আখ্যায়িত করে আসছে। ‘দায়েশ’ হচ্ছে আরবি ভাষায় ‘আল-দাওলাহ আল-ইসলামিয়া ফি আল-ইরাক ওয়া আল-শাম’-এর সংক্ষিপ্ত রূপ। আরব গণমাধ্যমের কাছেও সংগঠনটি এ নামেই পরিচিত। তবে এ নামটিকে আইএসআইএল অবমাননাকর হিসেবে বিবেচনা করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button