সৌদী এয়ারলাইন্সের ভাড়া বাড়ানোর পরিকল্পনা

Saudi Airবিমানের ভাড়া বাড়াবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া)। সেবার মান বাড়ানো, কর্মীদের প্রশিক্ষণ এবং বহর সম্প্রসারণ ও উন্নয়ন ব্যয় মেটাতে এ ধরনের পরিকল্পনা নিয়েছে সৌদিয়া কর্তৃপক্ষ। সৌদিয়ার মহাপরিচালক সালেহ আল-জাসেরের বরাত দিয়ে স্থানীয় সময় গতকাল শনিবার আরব নিউজের এক খবরে এ কথা বলা হয়েছে। গত শুক্রবার সাংবাদিকদের সালেহ আল-জাসের বলেন, অনেক বছর ধরে বিমানের টিকিটের জন্য ভর্তুকি দিয়ে আসছে সৌদিয়া। ভাড়া বাড়লে বর্তমান ও ভবিষ্যতের জন্য কোম্পানির পরিচালনা খরচ মেটানো সহজ হবে। জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০ কোটি ডলার খরচে ১০ লাখ বর্গমিটার জায়গা জুড়ে একটি আন্তর্জাতিক মানের মেরামত কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সৌদিয়া। এ বিষয়ে সালেহ জানান, রিয়াদে নতুন একটি যাত্রীসেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে সৌদিয়া। সৌদি আরবের অন্যান্য শহরেও এ ধরনের সেবা কেন্দ্র শিগগিরই স্থাপন করা হবে। এই কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা মালামাল খুঁজে নেয়া ও স্থানান্তরের কাজে কেন্দ্রটি ব্যবহার করতে পারবেন। সালেহ আরো জানান, ২০২০ সালের মধ্যে সৌদিয়া আরো ২০০টি বিমান তাদের বহরে যুক্ত করবে। সৌদি আরবের বিভিন্ন স্থানেও ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। এরই মধ্যে ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের কাছ থেকে ৫০টি নতুন বিমান কিনেছে সৌদিয়া। এসব বিমান স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে ব্যবহার করা হবে। আরো বিমান কেনা হবে। সৌদিয়া পাঁচ হাজার সৌদী শিক্ষার্থীকে বিদেশে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে চুক্তি করেছে। এর মধ্যে তিন হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিমান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button