ড. আফিয়াকে পাকিস্তানে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

Afiaযুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি ড. আফিয়া সিদ্দকিীকে স্বদেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করে যাচ্ছে গঠিত টাস্কফোর্স। এ লক্ষ্যে বেশ কিছু চূড়ান্ত প্রস্তাবনা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছে টাস্কফোর্স।প্রধানমন্ত্রীর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আফিয়াকে ফিরিয়ে আনার ব্যাপারে ওইসব প্রস্তাবনা অনুসারেই অগ্রসর হবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।২০০৩ সালে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এফবিআই ড. আফিয়া সিদ্দকিীকে গ্রেফতার করে।সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে টেলিফোনে আলাপ করার সম্ভাবনাও রয়েছে নওয়াজ শরীফের। সূত্র আরো জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরই পাকিস্তান ড. আফিয়ার প্রত্যাপণের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে ঈদের আগেই। তবে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বিষয়টি সহজ হবে না। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তি নেই। এ ব্যাপারে কোনো বহুপাক্ষিক চুক্তি সম্পাদন করতেও চার থেকে পাঁচ মাস সময় লেগে যাবে।’ওদিকে আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি মার্কিনিদের দ্বারা বন্দিদের যেকোনো মূল্যে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি আফিয়াকেও মুক্ত করার কথা বলেন। এ ঘোষণার ফলে তাকে মুক্ত করে পাকিস্তানে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে জটিলতার সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button