চিরনিদ্রায় শায়িত নেলসন ম্যান্ডেলা
জন্মভূমির আপন পৈত্রিক ভিটায় চিরনিদ্রায় শায়িত হলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। একদিকে থামিয়ে গেলেন শোষণ আর বৈষম্যের ইতিহাস আর অপরদিকে প্রতিষ্ঠা করে গেলেন সব মানুষের অধিকার রক্ষার গণতন্ত্র। রবিবার ধর্মীয় ও রাজনৈতিক আনুষ্ঠানিক পর্ব শেষ করে তাকে সমাহিত করা হয় তার গ্রামের বাড়ি কুনুতে।
শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলাকে সমাহিত করার পূর্ব মূহূর্তে সামরিক মর্যাদা এবং স্থানীয় জোহা আবা থেমবু ক্ল্যান রীতি-নীতি পালন করা হয়। যখন তার কফিন সমাধিস্থানে নামানো হচ্ছিলো সে মুহূর্তে তিনটি সামরিক হেলিকপ্টারকে সমাধির কিছু উপর দিয়ে উড়তে দেখা যায়। এসময় হেলিকপ্টারের রশিতে দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা এবং ম্যান্ডেলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার সময়কার ছবি সংযুক্ত ছিলো। এছাড়া কামান থেকে ২১ টি গোলাবর্ষণ করা হয় এবং ইস্টার্ণ ক্যাপের উপর নিচু হয়ে ৫টি জঙ্গি বিমান উড়ে যায়।
তাকে সমাহিত করার সময় কবরস্থানে ৪৫০ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে আত্মীয়স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্স চালর্স, যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কর্মী রেভারেন্ড জেসে জ্যাকসনসহ বিদেশী অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।