মরিশাসে প্রথম মুসলিম ও নারী প্রেসিডেন্ট নির্বাচিত

Mauritius designates its first woman presidentহিন্দুপ্রধান দ্বীপদেশ মরিশাসের প্রথম মুসলিম ও নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রখ্যাত মুসলিম জীববিজ্ঞানী আমিনা গারিব-ফাকিম। দেশটির সংসদ বৃহস্পতিবার তাকে এই পদে নির্বাচিত করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আমিনাকে প্রেসিডেন্ট হিসেবে যে মনোনয়ন দিয়েছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী আনেরুড জগনাথ, সংসদ তা বলিষ্ঠভাবে অনুমোদন দিয়েছে।
আমিনাকে শুভেচ্ছা জানিয়ে সংসদের স্পিকার হানুমানজি মায়া বলেছেন, মরিশাসের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে, এই পদে (প্রেসিডেন্ট) আসীন হলেন একজন মুসলিম ও নারী।
এদিকে প্রধানমন্ত্রী জগনাথ বলেছেন, ঐতিহাসিক এই পরিবর্তনের অংশ হতে পেরে তিনি খুব গর্বিত। তিনি বলেন, আমিনা এই পদটির জন্য যথার্থই যোগ্য।
শুক্রবার মরিশাসের ৬ষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা আমিনা গারিব-ফাকিম।
ভারত মহাসাগরের দ্বীপদেশ মরিশাস। দেশটিতে ৫৪ শতাংশ লোক হিন্দু আর ৩২ শতাংশ খ্রিষ্টান।
বর্তমানে আমিনা ফিজিওথেরাপি গবেষণা সেন্টারের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে ও ইউনিভার্সিটি অব এক্সটার থেকে পড়শোনা করা আমিনা মরিশাস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন। বিশ্বব্যাংকের বিভিন্ন পদেও তিনি কাজ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button