ফের কমতে পারে তেলের দাম

Oilবিশ্ববাজারে তেলের দাম আবারও কমতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) থেকে এ কথা জানানো হয়েছে। অতিরিক্ত সরবরাহের কারণেই দাম কমে যেতে পারে বলে আইইএ বলেছে। বিবিসি অনলাইনে খবরে বলা হয়েছে, বর্তমানে যে বিপুল পরিমাণে তেল উৎপাদিত হচ্ছে, বিশ্ববাজার তা নিতে পারছে না। আইইএ জানিয়েছে, ২০১৬ সালে এ অবস্থা বিদ্যমান থাকলে তেলের দাম কমে যাবে।

এদিকে এর ফলে গত বছরের গ্রীষ্মে তেলের দাম কমে যাওয়ার পর থেকে দামের নিম্নমুখিতা অব্যাহত থাকলো। গত বছরের জুনে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছিল ১১৫ ডলার। এ বছরের জানুয়ারিতে তা ৪৫ ডলারে নেমে আসে। এখন ব্যারেলপ্রতি দাম ৫৯ ডলার।

ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ওপেকভুক্ত দেশসমূহে তেল উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওপেকভুক্ত দেশসমূহে জুনে প্রতিদিন তেল উৎপাদনের পরিমাণ ৩ লাখ ১৭ হাজার ব্যারেল থেকে বেড়ে ৩ লাখ ৪০ হাজার ব্যারেলে পৌঁছায়। এর মধ্যে ইরাক ও সৌদি আরবে অপরিশোধিত তেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গত মাসের আইইএর প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের দ্বিতীয় ভাগে তেলের সরবরাহ মাত্রাতিরিক্ত এবং তা অব্যাহত আছে। এর ফলে বোঝা যায় যে, ভূমিতে তেল সংরক্ষণের স্থান যথেষ্ট নয়।

বিশ্বে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থার (ওপেক) সদস্য দেশগুলো গত বছরে যে পরিমাণ তেল উৎপাদন করছিল, এ বছর দামের পতন সত্ত্বেও তারা একই পরিমাণে উৎপাদন অব্যাহত রেখেছে। দাম কমা সত্ত্বেও তেল উৎপাদন কমাতে রাজি হয়নি ওপেক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button