লন্ডনে করোনা রোগী সন্দেহে বিদেশি ছাত্রকে মারধর

লন্ডনে অধ্যয়নরত সিঙ্গাপুরের এক ছাত্র করোনা আক্রান্ত সন্দেহে মারধরের শিকার হয়েছে। ২৩ বছর বয়সি এ ছাত্র চীনা বংশদ্ভূত। অক্সফোর্ড স্ট্রিটে একটি ব্যস্ত শপিংমলে মুখে হামলার শিকার হন জনাথন মক নামের এ ছাত্র। এশিয়ার মানুষের মাধ্যমে করোনা ছড়াচ্ছে এমন ফুবিয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। সেখানে একজন তাকে বলে, আমি চাইনা তোদের করোনা ভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ুক। এ কথা বলেই তাকে মুখে আঘাত করে। ঘুসির আঘাতে রক্তাক্ত হয়ে যায় জনাথন। পরে হাসপাতালে গেলে তার নাকের হাড় ফেটে গেছে বলে জানায় ডাক্তার।

এ ঘটনার পর হামলাকারীকে সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় পুলিশ। তবে এটা প্রথম এ ধরণের বর্ণবিদ্বেষমূলক আচরণ নয় বলে জানায় জনাথন। তাকে দেখতে চীনা নাগরিকদের মতো দেখায় বলে প্রায়ই এ ধরণের বিড়ম্বনায় পড়তে হয়। জনাথনের ঘটনাটি যুক্তরাজ্যে করোনা ভাইরাস নিয়ে বর্ণবৈষম্য বৃদ্ধি পাওয়ার ঘটনা গুলোর মধ্যে একটি উদাহরণ। দেশটিতে হেট ক্রাইম বা ঘৃণা অপরাধ বেড়েই চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button