রিভিউ আবেদন করলেন মুজাহিদ ও সালাউদ্দিন কাদের

Salauddinমানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও  বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের মৃত্যুদণ্ডের রায় নিয়ে পৃথকভাবে রিভিউ আবেদন করেছেন।
মি. মুজাহিদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানিয়েছেন আজ সকালে সুপ্রিম কোর্টে এ আবেদন দায়ের করা হয়েছে।
পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষেও রিভিউ আবেদন করেন তার আইনজীবী।
রিভিউ আবেদন করার জন্য নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার এক দিন আগে মি. চৌধুরী ও মি. মুজাহিদের পক্ষ থেকে এ আবেদনটি করা হলো।
চলতি বছর ১৬ই জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ।
এর আগে ২০১৩ সালের ১৭ই জুলাই মানবতা-বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাঁর বিরুদ্ধে আনা বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণসহ সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত বলে রায় দেয় আদালত। সেই রায়ের বিরুদ্ধে আপীল করেছিলেন মুজাহিদ।
অন্যদিকে এ বছর ২৯শে জুলাই, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
২০১৩ সালের ১লা অক্টোবর চার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড এবং পাঁচ অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
পরে গত ৩০শে সেপ্টেম্বর উভয় রায়েরই পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয় ।
ওই দিন রাতে আপিল বিভাগের এই দুটি পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায়।
ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানায় সই করেন ও পরে ওই মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়।-বিবিসি বাংলা

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button