তল্লাশির জাল অতিক্রম করে রাজধানীতে আসছে ১৮ দলের নেতাকর্মীরা

Searchবিরোধী জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের অলিখিত নির্দেশে সারাদেশ থেকে রাজধানীমুখি যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা। মহাসড়কে স্থানে স্থানে কড়া পাহারা বসানো হয়েছে। রাজধানীর সকল প্রবেশ পথে চলছে কঠিন তল্লাশি ও গ্রেফতার। এর মধ্যে তল্লাশির জাল অতিক্রম করেও বিভিন্নভাবে রাজধানীতে আসছে ১৮ দলের নেতাকর্মীরা। রাজধানীতে সকাল থেকে চলছে না গণপরিবহন। রাতে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের আবাসিক হোস্টেল, মেসে অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক লোক। এর মধ্যে মহিলাও রয়েছেন। আদাবর থানার এক কর্মকর্তা আটকের বিষয়টি স্বীকার করে বলেছেন, বিরোধী দলের কর্মসূচিকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় জিজ্ঞাসাবাদের জন্য কিছু লোককে আটক করা হয়েছে। রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় ব্যাপক তল্লাশি ও আটকাভিযান চালানো হয়। সিলেট, বগুড়া, রাজশাহী ও কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশাল, সিলেট, চাঁদপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, ময়মনসিংহ, সাভার, মেহেরপুর, মনিকগঞ্জ থেকে ঢাকায় আসার সকল বাসের যাত্রা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। বরিশাল, ভোলা ও পটুয়াখালি থেকে সকল লঞ্চের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর মধ্যেও ঢাকায় আসছে মানুষ। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক এরই মধ্যে রাজধানীতে এসে পড়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button