বিমানযাত্রীদের অবাক করলেন প্রধানমন্ত্রী

PMউড়ন্ত বিমানের যাত্রীদের অনেকটা অবাকই করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে ঢাকা ফেরার পথে নিজের আসন ছেড়ে পুরো বিমানের যাত্রীদের সঙ্গে হেঁটে হেঁটে কুশল বিনিময় করলেন। শিশুদের কোলে নিয়ে আদর করলেন। জানতে চাইলেন যাত্রীদের বিমানযাত্রা কেমন লাগছে। প্রধানমন্ত্রীকে একেবারে কাছে পেয়ে শিশুরা বায়না ধরেছে রাষ্ট্র প্রধানের সঙ্গে ছবি তোলার। শেখ হাসিনা আবদার রক্ষা করেছেন তাদের। বাংলাদেশ বিমানের উড়োজাহাজ রাঙা প্রভাতে নিরাপত্তার কথা না ভেবে এভাবেই যাত্রীদের সঙ্গে মিশে যান তিনি। যুক্তরাজ্যে অনুষ্ঠিত গার্ল সামিটে অংশগ্রহণ শেষে বুধবার লন্ডন থেকে এই ফ্লাইটেই  দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ৫৬ জন সফরসঙ্গী ছাড়াও ঢাকা ও সিলেটগামী ৩২০ জন যাত্রী ছিলেন এই বিমানে।  লন্ডন স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান আকাশে ওঠার কিছুক্ষণ পরই বিজনেস ক্লাস থেকে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, কয়েকজন নিরাপত্তাকর্মী ও ব্যক্তিগত কর্মকর্তা। প্রধানমন্ত্রীকে বিমানে হাঁটার পথ ধরে হাঁটতে  দেখে যাত্রীরাও  নড়েচড়ে বসেন। কেউ কেউ মোবাইল  ফোন বা ক্যামেরা হাতে নেন ছবি তোলার জন্য। এ সময় দু’টি শিশু এসে একজন নিরাপত্তা কর্মকর্তার হাতে  মোবাইল ফোন তুলে দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ছবি তুলে দিতে বলেন। প্রধানমন্ত্রীও হাসিমুখে দুই শিশুর সঙ্গে দাঁড়িয়ে যান ছবি তোলার জন্য। এদিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button