হজ ফ্লাইট শুরু

Hajj Flightবিশেষ হজ ফ্লাইট শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র মতে, শনিবার প্রথমদিন ৩টি ফ্লাইট যাত্রা করবে। ইতোমধ্যে হজগমনেচ্ছুরা বিমানবন্দরে আসতে শুরু করেছেন। বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স মূলত তাদের বহন করবে।
শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিজি-৫০১১ ফ্লাইটে মোট ৫৮০ জন যাত্রী গেছেন। এ বিমানটি বোয়িং ৭৪৭ মডেলের। বিকাল ১৬.৩০ ঘটিকায় বিজি-৩০১১ যাত্রা শুরু করবে সর্বমোট ৩১০ জন যাত্রী নিয়ে। এটি ডিসি-১০ মডেলের বিমান।
তাছাড়া সন্ধ্যা ১৯.৪০ এ যাত্রা করবে বিজি-৭০১১, ৫৪২ জন যাত্রী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওয়ানা করবে এ-৭৭৭ মডেলের বিমানটি। তাছাড়া ৫৪২ যাত্রীর ধারণ ক্ষমতাসম্পন্ন কঅইঙ কোম্পানির বিমান বোয়িং-৭৪৭ মডেলের বিমান ভাড়া করা হয়েছে হজ যাত্রীদের পরিবহনের জন্য।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button