ব্রিটেনে ৩৫ লাখ শিশু দারিদ্রের মধ্যে বসবাস করছে

Oxfamব্রিটেনের প্রায় সাড়ে ৩৫ লাখ শিশু দারিদ্রের মধ্যে বসবাস করছে। আগামী ২০২০ সালের মধ্যে এ সংখ্যা ৫০ লাখে পৌঁছবে। আন্তর্জাতিক দাতা সংস্থা ‘অক্সফাম’ এসব তথ্য দিয়েছে। আগামীকাল এ সংক্রান্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ব্রিটিশ সরকার যখন আগামী ২০২০ সালের মধ্যে সব শিশুকে দারিদ্রমুক্ত করা হবে বলে দাবি করে যাচ্ছে, তখন এ তথ্য বেরিয়ে এলো।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে দেশটির চিকিৎসা বিজ্ঞানীরা একটি খোলা চিঠি লেখার পর অক্সফাম শিশুদের দারিদ্র নিয়ে প্রতিবেদন তৈরি করল। এ প্রতিবেদনে তারা দেশে খাদ্য সমস্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছেন, ব্রিটিশ পরিবারের কর্তারা সবচেয়ে মৌলিক পুষ্টির চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অর্থ আয় করেন না। ব্রিটেনে ক্ষুধা ও দারিদ্র মোকাবেলায় দেশটির সেবা ও কল্যাণ সংস্থাগুলো ব্যর্থ হচ্ছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। গত এপ্রিলে ব্রিটেনের জরুরি খাদ্য সাহায্য প্রদানকারী সংস্থা ট্রুসেল ট্রাস্ট  জানিয়েছে, দেশটিতে জরুরি খাদ্য সাহায্য সরবরাহ ১৬৩ শতাংশ বেড়েছে। দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই এমনটি হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button