ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানে উভয় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। তবে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই’র ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশ’ ৫১ পয়েন্টে। ডিএসইএস (শরিয়া) সূচক ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে নয়শ’ ৯১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয়শ’ ৮৬ পয়েন্টে।
এদিন সকাল সাড়ে ৯টায় উভয় বাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর মিশ্র প্রবণতায় লেনদেন চলতে থাকে। দিন শেষে সূচকের উত্থানে উভয় বাজারে লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ দুইশ’ ৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৮টির দাম কমেছে। বেড়েছে একশ’ ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ পাঁচশ’ ২৭ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে একশ’ চার কোটি ৩২ লাখ ৮৩ হাজার টাকা বেশি। গত রবিবার এ বাজারে চারশ’ ২৩ কোটি তিন লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো-অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বিএসসি, বিএসসিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, সিঙ্গার বিডি, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, আইডিএলসি ও মিথুন নাইটিং।
দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সূচক বেড়েছে। তবে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে একটু কমেছে।
লেনদেন শেষে সিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার তিনশ’ ৩৩ পয়েন্টে। সিএসই৩০ সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১২ হাজার চারশ’ ১৮ এবং সিএসই’র সার্বিক মূল্যসূচক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার সাতশ’ ৩৩ পয়েন্টে।
সিএসইতে দুইশ’ ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে একশ’ তিনটির দাম কমেছে। বেড়েছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২২ লাখ টাকা। রবিবার সিএসইতে লেনদেন হয় ৪৭ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ সোমবার সিএসইতে লেনদেন কমেছে ১৬ লাখ টাকা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button