সবচেয়ে দানশীল ক্রীড়াবিদদের তালিকায় আফ্রিদি

Afridiপাকিস্তানের ক্রিকেট সুপারস্টার শহিদ আফ্রিদি বিশ্বের সবচেয়ে দানশীল ক্রীড়াবিদদের তালিকায় স্থান পেয়েছেন। DoSomething.org পরিচালিত আন্তর্জাতিক জরিপে সেরা ২০ দানশীল ক্রীড়াবিদের মধ্যে ‘বুমবুম’ আফ্রিদিকে রাখা হয়েছে। এই তালিকায় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কুস্তিগির জন সেনা, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, ফুটবলার নেইমার জুনিয়র, টেনিস তারকা মারিয়া শারাপোভাও আছেন। পাকিস্তানের টি২০ দলের অধিনায়ক আফ্রিদি তার দেশের বঞ্চিত লোকজনের সহায়তায় গত বছর শহিদ আফ্রিদি ফাউন্ডেশন (এসএএফ) প্রতিষ্ঠা করেছেন। মা ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের সহায়তাই এই প্রতিষ্ঠানের মূল বিষয়। খাইবার পাকতুনখাওয়া প্রদেশের প্রত্যন্ত তাঙ্গি বান্দা গ্রামে ১৬ শয্যার একটি হাসপাতালও প্রতিষ্ঠা করেছেন তিনি। এটা প্রতিষ্ঠা করতে ব্যয় হয়েছে ১,৬০,০০০ ডলার। এর নামকরণ করা হয়েছে তার বাবার নামে। আফ্রিদি বলেছেন, সাবেক অধিনায়ক ইমরান খানের অনুপ্রেরণায় তিনি গরিব মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। সেরা ২০ দানশীল ক্রীড়াবিদ:
১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২. জন সেনা
৩. সেরেনা উইলিয়ামস
৪. ইউনা কিম
৫. নেইমার জুনিয়র
৬. লেব্রন জেমস
৭. হেদার ও’রেলি
৮. মারিয়া শারাপোভা
৯. ম’ন ডেভিস
১০. রিচার্ড শেরম্যান
১১. মেরিল ডেভিস ও চার্লি হোয়াইট
১২. ড্যান কার্টার
১৩. রোমান রেগনস
১৪. রোন্ডা রুসি
১৫. লিন্ডসে ভন
১৬. টম ডেলি
১৭. বেথানি হ্যামিলটন
১৮. সাইনা নেওয়াল
১৯. পল রাবিল
২০. শহিদ আফ্রিদি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button