সময় বাড়ল ইউকে বাংলাদেশ ই-কমার্স ফেয়ার-২০১৫’র

UKBDecommসময় পরিবর্তন হল ২য় ইউকে বাংলাদেশ ই-কমার্স ফেয়ার-২০১৫ এর। আগামী সেপ্টেম্বরে ফেয়ার হওয়ার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনা করে সিডিউল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। আগামী ১৩-১৪ নভেম্বর, ২০১৫ তে ইউকে এর দ্যা ওয়াটারলিলিতে এই ফেয়ার এর আয়োজন করা হবে।
বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কম্পিউটার জগত এর যৌথ আয়োজনে এই ফেয়ারে ই-বানিজ্য কে বেশি প্রাধান্য দেয়া হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, ব্যাংকিং সার্ভিস, ই-বানিজ্য ওয়েবসাইট, টেলিকম, ফ্যাশন হাউস, ই-শিক্ষা, এয়ারলাইন্স ট্যুরিজম ও ট্রাভেল, সফটওয়ার ও হার্ডওয়ার, রিয়েল এস্টেট, কুরিয়ার সার্ভিস ও ই গভর্নমেন্ট সার্ভিস ইত্যাদি।
কমজগত টেকনোলজিস এর সি.ই.ও মোঃ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, এতে কোন সন্দেহ নেই ই-কমার্স সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর। লন্ডনে প্রায় ১০ লক্ষের বেশি বাঙালী থাকেন। তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা ও প্রয়োজন বিবেচনা করে এবং সেগুলো সমাধানে টেকনোলোজির মাধ্যমে অনেক ভূমিকা রাখা যেতে পারে। আর এসব ই-বাণিজ্য ক্ষেত্রে উদ্ভুদ্ধ করতেই লন্ডনে এই ধরণের আয়োজন করতে যাচ্ছি আমরা।
বিস্তারিত জানার জন্য ভিজিট করুন: www.e-commercefair.com

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button