উপজেলা নির্বাচনেও সেনা মোতায়েন হবে

ECদশম জাতীয় সংসদের পর এবার উপজেলা নির্বাচনেও সেনা মোতায়েন করা হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে ভোট গ্রহণের আগে ও পরে পাঁচ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মাঠে থাকবে। প্রথম দফায় ১০২টি উপজেলায় আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের ইসির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক সকাল ১১টায় শুরু হয়। চলে পৌনে ১টা পর্যন্ত।
বৈঠকে অংশ নেয়া ইসির যুগ্ম-সচিব ড. মো. শাহজাহান জানান, বৈঠকে উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল। সশস্ত্র বাহিনী বিভাগ জানিয়েছে, আমরা যতদিন সেনা চাইবো ততদিন পর্যন্ত তারা দায়িত্বে থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে ইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও শাহ নেওয়াজসহ ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ মোস্তাক আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রমূখও উপস্থিত ছিলেন। আনসার ও ভিডিপি ও ভিডিপি, কোস্ট গার্ড, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ-এসবি, ডিজিএফআই, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button