সিএসইর নতুন চেয়ারম্যান হলেন আব্দুল মজিদ

Abdul Majidব্যবস্থাপনা ও মালিকানা আলাদা হওয়ার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ।
শনিবার রাত সোয়া ১১টার দিকে সিএসইর জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন বলেন, “ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট অনুযায়ী সিএসইর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল মজিদকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।”
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন বলেন, “স্বতন্ত্র পরিচালক আব্দুল মজিদকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান করা হয়েছে।”
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল মজিদ বলেন, “এটা একটা চ্যালেঞ্জ। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুয়ায়ী এখন নতুনভাবে দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে
“সবার সম্মিলিত সহযোগিতায় বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে একসঙ্গে কাজ করব।”
শনিবার রাতে চট্টগ্রামে সিএসই ভবনে পরিচালনা পর্ষদের সব সদস্যের উপস্থিতিতে বৈঠকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।
এর আগে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চট্টগ্রামের সিএসই ভবনে চারজন শেয়ারধারী পরিচালক নির্বাচনের জন্য ভোট হয়।
ভোটে নির্বাচিত চার পরিচালক হলেন-মির্জা সালমান ইস্পাহানী,  খায়রুল আনাম, মোহাম্মাদ মহিউদ্দিন ও শামসুল ইসলাম।
ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওয়াহিদ ইদ্রিস তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পর এটাই প্রথম নির্বাচন। চেয়ারম্যান নির্বাচনের মধ্য দিয়ে ডিমিউচ্যুয়ালাইজেশন আইনে বদলে যাওয়া ডিএসইর নতুন পরিচালনা পর্ষদেরও যাত্রা শুরু হলো।
আগের ব্যবস্থায় গত বছরের ডিসেম্বরে ‘শেষ নির্বাচনে’ জয়ী দ্বিতীয়বারের মতো সিএসইর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন আল মারুফ খান।
নতুন নিয়মে স্টক এক্সচেঞ্জের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হবেন সাতজন। চারজন পরিচালক আসবেন শেয়ারধারী বিনিয়োগকারীদের মধ্যে থেকে। একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন।
কৌশলগত বিনিয়োগকারী পরিচালক এখনো না হওয়ায় বর্তমানে পর্ষদের সদস্য সংখ্যা ১২।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button