মেহেরপুরে টর্নেডোতে লণ্ডভণ্ড দু’টি গ্রাম

মেহেরপুরে দুই মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে দু’টি গ্রাম। অন্তত তিন শতাধিক ঘরবাড়ি, স্কুলঘর, মসজিদসহ ফসলের তে, গাছপালা বিধ্বস্ত হয়েছে। রোববার মধ্য রাতের এ ঘটনায় দু’টি গ্রামে কমপে আড়াই কোটি টাকার য়তি হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো: মাহমুদ হোসেন। এলাকাবাসী জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে টর্নেডো আঘাত হানে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ও ঝাউবাড়িয়া গ্রামে। সন্ধ্যা থেকেই আকাশ মেঘলা ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। ঠাণ্ডা আবহাওয়ার কারণে যে যার মতো নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর হঠাৎ করে শো শো শব্দে টর্নেডো আঘাত হানে ওই দু’টি গ্রামে। মাত্র দুই মিনিটের ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। স্কুলঘর, কাব, মসজিদসহ কমপে ৩০০ কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। টিনের চালা উড়ে যায় বহু দূর পর্যন্ত। শত শত গাছপালা ভেঙে পড়ে। ধান, কলা, সবজিসহ ফসলের ব্যাপক তি হয়। আহত হয় কমপে ২৫ জন মানুষ। চাঁদবিল গ্রামের আবদুর রাজ্জাক বলেন, মধ্যরাতে আগুনের মতো কুণ্ডুলি পাকিয়ে একটি ঝড় হঠাৎ করে গ্রামের মধ্যে আঘাত হানে। মাত্র দুই মিনিটের ঝড়ে কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, স্কুল, মসজিদ ভেঙে পড়ে, টিনের চালা উড়ে যায়। বড় বড় গাছ উপড়ে যায় এবং বহু গাছের ডালপালা ভেঙে পড়ে। টিউবওয়েল পর্যন্ত উপড়ে যায়। একই গ্রামের কানাই হালদার জানান, তাদের পাড়ার কোনো বাড়িই অত নেই। বলাই হালদার জানান, টর্নেডোর সময় আমরা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকি। সন্তানদের বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়াদোড়ি করতে থাকি। ঝড় থেমে গেলে দেখি বাড়িঘর ভেঙে সব সমান হয়ে গেছে। বৃষ্টিতে সব ভিজে একাকার। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক মোল্লা জানান, তিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো: মাহমুদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা মিলে তাৎণিক সিদ্ধান্ত নিয়ে তিগ্রস্ত ৩২৩টি পরিবারের তালিকা করে। প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, চার কেজি চিঁড়া, ৫০০ গ্রাম গুড় ও এক হালি করে কলা বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো: মাহমুদ হোসেন বলেন, সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তিগ্রস্তদের একটি তালিকা তৈরি করে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ দিয়ে তাদের সহযোগিতা করা হচ্ছে। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা দেয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button