মুসলিম মেয়েদের প্রতি নজরদারী বাড়াতে মেট পুলিশের ক্যাম্পেইন

UK Policeসন্ত্রাসী কাজে জড়িত হওয়ার লক্ষ্য নিয়ে সিরিয়া ভ্রমন থেকে মেয়েদের বিরত রাখতে মুসলিম মায়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এন্টি টেরোরিজম ক্যাম্পেইন শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। বিদেশভ্রমণ, বিশেষ করে সিরিয়ার মতো দেশে ভ্রমনের বিষয়ে মায়েদের বেশি সচেতন হওয়া জরুরী বলে মনে করছে মেট পুলিশ। যদিও বেথনালগ্রীন একাডেমির তিন ছাত্রী সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিয়েছেন কী না তা এখনো নিশ্চিত নয়। তবে পুলিশের সন্দেহভাজন তালিকায় থাকার পরেও সবার চোখ ফাঁকি দিয়ে অপ্রাপ্ত বয়স্ক ৩ স্কুল ছাত্রী কিভাবে টার্কিতে ফ্লাই করতে পারলো- এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই মেট পুলিশের ভুমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন। সোমবার এ ক্যাম্পেইন লঞ্চিং করে মেট পুলিশ বলছে, মেয়েদের সিরিয়া গমন বা জঙ্গি তৎপরতা থেকে বিরত রাখতে বরং অভিভাবকদের ভুমিকাই বেশি জরুরী।
মেট পুলিশ ৩০ সেকেন্ডের এক বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির কাজ শুরু করেছে। মেয়ের মধ্যে বিশেষ কোনো পরিবর্তন হয়েছে কী না, বিশেষ করে সে বিষয়টি লক্ষ্য করতে বিজ্ঞাপনের মাধ্যমে মাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে বিজ্ঞাপনের বার্তা আসলে কতটা ফলপ্রসু হবে, এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এর কারণ হিসেবে অনেকে বৃটিশ কালচারকেই দায়ী করেছেন। তারপরেও এ ক্যাম্পেইন সচেতনতা সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করছেন মেট পুলিশ। বেথনালগ্রীন একেডামির ৩ ছাত্রী সিরিয়ায় যাওয়ার প্রায় ১ মাস পরে মেট পুলিশ এ ক্যাম্পেইন শুরু করেছে। কিন্তু তারো আগে আরো প্রায় ১৯ জন বৃটিশ তরুনী সিরিয়া গেছেন আইএসে যোগ দিতে। দেরিতে হলেও ক্যাম্পেইনের সাফল্যের ব্যাপারে আশাবাদী মেট পুলিশ। ডিজিটাল মিডিয়ার পাশাপাশি বিজ্ঞাপনটি ইংলিশসহ অন্যান্য ভাষায় অনুবাদ করে সংবাদপত্রে ছাপা হবার কথা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button