বিশ্বের সব মানুষের মানবাধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ ইইউ

EUইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন এস্টন বলেছেন, এবছর মানবাধিকারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ইউরোপীয় ইউনিয়ন। ১৯৯৩ সালের ভিয়েনা সম্মেলনের ঘোষণাই মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় কাজ করছে। এ ঘোষণা এখনো আমাদের জন্য উৎসাহ ও প্রেরণার উৎস মূল হিসেবে কাজ করছে।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ক্যাথরিন বলেন, একবছর আগে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য ইউরোপীয় ইউনিয়ন নতুন কার্যপরিকল্পনা তৈরি করে। এরপর থেকেই গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাকেই মূল কাজ হিসেবে গণ্য করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ইতিমধ্যে নতুন রুপরেখা তৈরি করেছে ইইউ। এছাড়া মৃত্যুদন্ড প্রতিরোধেও প্রচারণা চালানো হচ্ছে।
ক্যাথরিন বলেন, বিশ্বের প্রতিটি মানুষের মানবাধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন। পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে যাওয়া সহিংসতা ও মানবাধিকার লঙ্গনের ঘটনায় আমরা উদ্বিগ্ন।
মানবাধিকার ও গণতন্ত্রের জন্য ইইউ তাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button