‘ভোটাধিকার ফিরিয়ে দিতেই সংবিধান সংশোধন করেছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের ভাগ্য নিয়ে কেই ছিনিমিনি খেল পারবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই সংবিধান সংশোধন করেছি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পটুয়াখালীর কলাপাড়া কলাপাড়ার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ চ্যানেলের চারিপাড়ায় আন্দারমানিক নদীর তীরে পায়রা সমুদ্রবন্দরের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্দারমানিক আর আন্ধার থাকবে না। সমুদ্র বন্দর হওয়ার ফলে এই এলাকার মানুষ আলোকিত জীবন পাবে। আমদানি রপ্তানি ও পণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে। আসন্ন নির্বাচনে দক্ষিণের মানুষের ভোট চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “আশা করি আমাদের কথা ভুলে যবেন না। নৌকা মার্কাকে ভুলে যাবেন না। মানুষ নৌকায় ভোট দিলেই দেশের উন্নতি হয়। আগামীতেও দক্ষিণাঞ্চল আবার দেশের শস্য ভাণ্ডারে পরিণত হবে।
এর আগে বরগুনার বামনার স্থানীয় সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নেত্রীর উদ্দেশে বলেছেন, সহিংসতার রাজনীতি বন্ধ করে সংলাপে আসুন। আলোচনার  দরজা এখনও খোলা আছে। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র কোরআন ও মানুষ পুড়িয়ে মারার এ অপরাজনীতি জনগণ প্রতিহত করবে। আগামী নির্বাচনে তারা নৌকায় ভোট দিয়ে এই মানুষ পুড়িয়ে মারার রাজনীতির জবাব দেবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টায়  সমাবেশ স্থলে আসেন। প্রথমে তিনি বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলার মোট ১৪টি উন্নয়ন প্রকল্প একযোগে উদ্বোধন করেন। সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক হুইপ নূরে আলম চৌধুরী, বরগুনা-২ আসনে এমপি শওকত হাচানুর রহমান রিমন প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button